Ads

বিএনপির সব ক্ষমতার কেন্দ্রবিন্দু দেশের জনগণ : টুকু

 

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশের জনগণ। সুতরাং আপনারা (বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা) জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করুন।


সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের ভুয়াপুর শহীদ জিয়া মহিলা কলেজে



টুকু বলেন, জনদুর্ভোগের সৃষ্টি হয়, এমন কাজে যারা লিপ্ত হবে- বিএনপি তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে। মনে রাখতে হবে, শৃঙ্খলা হলো দলের প্রধান শক্তি। দলে প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিহিংসা না। এ সময় জনগণের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।


অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫টা বছরে কোনো ভোট দিতে পারেনি। সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।


তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে নির্বাচিত সরকারের জবাবদিহিতা তৈরি হবে। আমরা সেই জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশে সুশাসন ও একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।


উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, তোমাদের লেখাপড়া শিখে পরিবারের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ গঠনেও ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে এখন থেকেই নিজেদের তৈরি করতে হবে।


বিএনপি সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচন


কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.