Ads

বাংলাদেশের পাকিস্তান জয়, সাকিবের 'অনিশ্চয়তা' এবং পাপন-সালাউদ্দিনের বিদায়



 বাংলাদেশের পাকিস্তান জয়, সাকিবের 'প্রায় বিদায়' এবং হামজার ঘরে ফেরার বছর

এক ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশা দিয়ে শুরু, এরপর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের আনন্দ, জুলাই গণঅভ্যুত্থানের পর সাকিব আল হাসানের 'অনিশ্চিত' আন্তর্জাতিক ক্রিকেট এবং শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশের ক্রিকেটে গেছে এক অম্ল মধুর ২০২৪।


আর ফুটবলে নানা পরিবর্তনের মাঝেই ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলা নিশ্চিত হওয়ায় বছরটা ভালো খবর দিয়েই শেষ হচ্ছে বাংলাদেশের।


বরাবরের মতোই আলোচনায় সাকিব

খেলার মাঠে থাকেন আর নাই থাকেন, সাকিব আল হাসানকে ঘিরে আলোচনার কমতি ছিল না কখনো, ২০২৪ সালও তার ব্যতিক্রম নয়।


মি. হাসানের ২০২৪ সাল যেখানে শুরু হয়েছিল শেষ হয়েছে ঠিক বিপরীত প্রান্তে, ৭ই জানুয়ারি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য হয়ে বছর শুরু করেন, বছর শেষে দেশে ফেরা নিয়েই 'অনিশ্চয়তা'।


বিজ্ঞাপন


এর মাঝে ৫ই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন, শেখ হাসিনার দেশত্যাগের মতো ঐতিহাসিক এবং তাৎপর্যময় সময় গেছে, অবশ্য সরকার পতনের পরেও মি. হাসান বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন কিন্তু সেটি ছিল দেশের বাইরে।


সাকিব আল হাসান টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়ে শেষ একটি টেস্ট দেশে খেলার ইচ্ছা পোষণ করেন।


তবে তার দেশে ফিরে টেস্ট খেলা নিয়ে নানা পক্ষ নানা কথা বললেও শেষ পর্যন্ত আর ফেরা হয়নি বরং এর মাঝে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়েন মি. হাসান। আপাতত বোলিং অ্যাকশন শোধরানোর আগে মি. হাসান আন্তর্জাতিক ক্রিকেট স্বীকৃত কোনও টুর্নামেন্টেই বোলিং করতে পারবেন না।


বলা যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব আল হাসানের বিদায় এক রকম নিশ্চিত। শুধু ঘোষণার অপেক্ষায়।


বাংলাদেশ ক্রিকেটের গত ১ দশকের পরিচিত মুখ নাজমুল হাসান পাপন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.