Ads

মেসি ছাড়াও রোনালদোর সাথে খেলতে চেয়েছিলেন এমবাপ্পে

 

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে সম্প্রতি স্বীকার করেছেন, তিনি ফুটবলের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে চেয়েছিলেন, যদিও পিএসজিতে থাকাকালীন তিনি লিওনেল মেসির মতো তারকার সঙ্গে খেলেছেন। তবে রোনালদো বর্তমানে আল নাসরে খেলায় সেই সুযোগ পাওয়া এখন বেশ কঠিন।


বেইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন ‘আমি অনেক তারকার সঙ্গে খেলেছি: লিওনেল মেসি, নেইমার, আঁতোয়ান গ্রিজম্যান, পল পগবা, করিম বেনজেমা। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলাটা দারুণ হতো। যদিও এখন সেটা সম্ভব নয়, তবে আমি তার বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি, যা আমার জন্য বড় প্রাপ্তি।’



পিএসজির হয়ে দুই মৌসুম মেসির সঙ্গে খেলার স্মৃতিও স্মরণ করেছেন এমবাপ্পে। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই দুজন একসঙ্গে খেলেন এবং দারুণ বোঝাপড়া তৈরি করেছিলেন। মেসির কাছ থেকে ২০টি গোলের অ্যাসিস্ট পেয়েছেন এমবাপ্পে। নেইমার (২৭) এবং লুইস সুয়ারেজের (৪৫) পর মেসির কাছ থেকে সবচেয়ে বেশি অ্যাসিস্ট পেয়েছেন তিনি।


জানুয়ারিতে অ্যামাজন প্রাইম স্পোর্টকে এমবাপ্পে বলেন, ‘লিও মেসির সঙ্গে খেলতে পারা আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতা। তার মতো খেলোয়াড়ের সঙ্গে থাকলে নিশ্চিত থাকা যায়, বল ঠিকই পৌঁছাবে। এটা এক ধরনের বিলাসিতা, যা শুধু তিনিই দিতে পারেন। মেসির সঙ্গে খেলা বিশেষ কিছু ছিল।’

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.